Saturday, September 06, 2014

ওরা এভাবেও কাজ করে

6th Sept'14 10:46 p.m, Edmonton, Canada
 

"ওরা কাজ করে নগরে প্রান্তরে" |
ওরা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়,
শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে |
ওদের ভাবতে হয় না
মাঝরাতে পেট্রলের দাম বাড়লে
অয়েল-পাম্পে লম্বা লাইনের কথা |
ওরা সকাল-বিকেল যখন খুশি জগিং করে
ঝকঝকে রাস্তা ঘাটে;
ওদের এখানে রাস্তার ধারে পড়ে থাকা
নোংরা বাচ্চাটা খিদের চোটে চিৎকার করে না |
তার বদলে এক রোগা বুড়ো গীটার বাজিয়ে চলে,
হয়ত কোন সাহায্যের প্রত্যাশা না করেই |
ওরা দুপুরে সসেজ বা স্যান্ডুইজ খায়,
বা কেউ কেউ খায় না,
নিজের ইচ্ছতেই |
ওদের ইচ্ছের ওজনের ভারে
ওদের সংযম ওদের বিলাসিতার রূপ নেয় |
একই আকাশের নিচে সেই সংযমই
কারো কারো কাছে বাঁচার একমাত্র পথ |
ওদের এখানে দিন শেষ হয় অনেক পরে,
শেষ হয়েও হয় না শেষ দিনেরবেলার আলোরা |
ওদের জীবনে নেই অন্ধকার,
নেই সেখান থেকে বেড়িয়ে আসার আর্তি |
ওরা ভাবে না জীবনের কথা,
ওরা ভাবে না বিপ্লবের কথা |
ওরা মেনে নিয়েছে ওদের যা প্রাপ্য,
ওরা ভাবতে চায় না বাকি পৃথিবীর কথা |
ওদের কাছে আমরা অ্যাডভেঞ্চার,
আমাদের অগ্রগতি ওদের উন্নয়নের চুইয়ে পড়া উচ্ছিষ্ট |
তবু ওরা কাজ করে চলে,
মুখ বুজে, নিরন্তর করে চলে কাজ,
চিরকাল করে চলে কাজ,
অফিস-কেবিনে, উড়ন্ত সব স্কাইস্ক্র্যাপারের ভেতরে
ওরা কাজ করে |

No comments:

Post a Comment