Monday, December 26, 2011

আকালের সন্ধানে–Aakler Sondhane–Mrinal Sen - Movie Review

 
মৃনাল সেন সম্পর্কে আমার একটা perception তৈরী হয়ে গেছে, প্রথমে সেটা একটু বলে নি | আসলে সত্যজিত রায়-এর সিনেমা-র natural acting-এর বিশাল বড় ভক্ত হওয়ার কারণে মৃনাল সেন-এর ছবিগুলিতে কোনো কোনো জায়গা একটু আরোপিত মনে হয় | এটা সম্পুর্ন আমার নিজের মতামত | যদিও এই নিয়ে মাত্র ৩টে ছবি-ই দেখলাম ওনার |
ভারতবর্ষে বিভিন্ন সময়ে আসা আকাল অর্থাৎ দুর্ভিক্ষ-র চিত্র তুলে ধরার জন্য একদল সিনেমা বানাচ্ছে | সেই কারণে তারা বাংলার কোন এক গ্রামে উপস্থিত, সেই আকালের ছবি বানাবে বলে | অর্থাৎ সিনেমার মধ্যে সিনেমা |দৃশ্যতই বেশ কঠিন একটি কাজ | মৃনাল বাবু দক্ষ হাতে সামলেছেন |
ছবি যত এগিয়েছে, আমার perception বদলে natural acting-এ মুগ্ধ হয়েছি | ধৃতিমান চ্যাটার্জী, স্মিতা পাটিল, দীপঙ্কর দে তিনজনকেই খুব ভালো লেগেছে | সাথে অন্য যারা অভিনয় করেছেন তাদের সকলেই খুব খুব ভালো | এর কৃতিত্ব অবশ্যই পরিচালকের-ও |

ছবি-টিতে শুধুমাত্র যে দুর্ভিক্ষের চিত্র তুলে ধরা হয়েছে তা নয়, সাথে সাথে আমাদের সমাজে মহিলাদের অবস্থান, শহর সম্পর্কে গ্রামের মানুষের ধারণা, গ্রামের মানুষের অজ্ঞতা(যেটিকে অন্য এক আকাল মানে জ্ঞানের আকাল বলা যেতে পারে) তার কথাও বলা হয়েছে | এতগুলো বিষয়কে একটি মাত্র ছবিতে integrate করা নিঃসন্দেহে প্রশংসনীয় |
আর মৃনাল বাবু মূল যে কথাটি বলতে চেয়েছেন যে গ্রামের মানুষ যারা সমাজের ভিত, সমাজে বরাবরই তারাই উপেক্ষিত, তারাই সমাজের পিছিয়ে পড়া অংশে, সকলেই শুধু তাদের সুযোগ নেয় | সেটা অত্যন্ত সুপটু ভাবে বলা হয়েছে | গ্রামের মানুষের কাছে জমির অর্থ কি, তারা যে জমিকে নিছক এক পার্থিব সম্পদ বলে দেখেনা | জমি তাদের কাছে নিজের অন্য সব কিছুর থেকেও কতটা আপন...টাও বোঝা গেছে |
আর গণসঙ্গীত-এর ব্যবহারের কথা আলাদাভাবে বলতে চাই | আমার এই গানটি খুব প্রিয় | সলিল চৌধুরী-র সেই অনবদ্য সুর আর খেটে-খাওয়া মানুষের কথা |

তবে ছবিটা দেখতে গিয়ে শুধু একটা জিনিসের বড় অভাব দেখেছি যে সিনেমাটি দুবার দেখার মতো উপাদান কম | মানে আমি একবার দেখতে পারি, আমার ভালো লাগতে পারে...কিন্তু আমি আবার একবার সুযোগ পেলে কি এটা দেখবো | এটার অভাব আমার মনে হয়েছে | সিনেমার মধ্যে অনেক কিছু বলা হয়েছে...তা যেমন ঠিক | তেমনি ছবি-টা আর একটু দর্শকের জন্য বানালে বোধ হয় ভালো হত | আমার মনে হয়েছে | উনি বড্ড বেশি নিজের বক্তব্যের কথা বলেছেন | তাতে দর্শকের দেখার সময় মনে হতে পারে | যে এখানে আমার স্থান কোথায়!!!
এছাড়া সিনেমাটি এক কথায় অনবদ্য |
সবার অন্তত একবার আকালের সন্ধানে যাওয়া উচিত…

No comments:

Post a Comment