সে দিন ছিল বিকেলবেলা, সেদিন আধো-আলো |
সেদিন তুমি দাঁড়িয়ে ছিলে বাসবে বলে ভালো |
মন আমার উদাস হাওয়ায় নীড় খুঁজতো ছোট,
মাঝদরিয়ায় হয় না যেথায়, নিঃশ্বাসেতে কষ্ট |
পথের মাঝে হঠাৎ দেখা, বুকের মাঝে ভয় |
মনে হল,ছুটছি আমি সর্বনাশের আশায় |
শুন্যতার বাঁধন খুলে,মায়াবী এক জোয়ারে,
তুমি এসে জায়গা নিলে নির্জন করিডরে |
নদীর বুকে ভাসিয়ে ভেলা, বয়ে চললাম অজানায় |
প্রেম-ও বলে চল রে তুই, নীল আকাশের সীমানায় |
মনের মেঘ সরে যেতেই আকাশ কেমন কালো |
তবে কি আমায় সত্যি-ই, বাসেনি কেউ ভালো ?
আমি ছিলাম অন্ধকারে, মোহ দিয়ে ঘেরা,
রঙিনের কৃত্তিমতা শোষণ করতো যারা |
হঠাৎ দেখি করিডরে শ্যাওলা জমেছে বড্ড |
নদী কেমন থমকে গিয়ে পঙ্কিলতায় মগ্ন |
বাঁচতে গিয়ে ছাড়তে হল নষ্ট এক নদী,
ছায়ার পাশে শুধু আমি, নেই কোনো বিবাদী |
আজ এখন গোধুলি-বেলা, অল্প একটু আলো |
এখনো আমি দাঁড়িয়ে আছি বাসবো বলে ভালো |
সেদিন তুমি দাঁড়িয়ে ছিলে বাসবে বলে ভালো |
মন আমার উদাস হাওয়ায় নীড় খুঁজতো ছোট,
মাঝদরিয়ায় হয় না যেথায়, নিঃশ্বাসেতে কষ্ট |
পথের মাঝে হঠাৎ দেখা, বুকের মাঝে ভয় |
মনে হল,ছুটছি আমি সর্বনাশের আশায় |
শুন্যতার বাঁধন খুলে,মায়াবী এক জোয়ারে,
তুমি এসে জায়গা নিলে নির্জন করিডরে |
নদীর বুকে ভাসিয়ে ভেলা, বয়ে চললাম অজানায় |
প্রেম-ও বলে চল রে তুই, নীল আকাশের সীমানায় |
মনের মেঘ সরে যেতেই আকাশ কেমন কালো |
তবে কি আমায় সত্যি-ই, বাসেনি কেউ ভালো ?
আমি ছিলাম অন্ধকারে, মোহ দিয়ে ঘেরা,
রঙিনের কৃত্তিমতা শোষণ করতো যারা |
হঠাৎ দেখি করিডরে শ্যাওলা জমেছে বড্ড |
নদী কেমন থমকে গিয়ে পঙ্কিলতায় মগ্ন |
বাঁচতে গিয়ে ছাড়তে হল নষ্ট এক নদী,
ছায়ার পাশে শুধু আমি, নেই কোনো বিবাদী |
আজ এখন গোধুলি-বেলা, অল্প একটু আলো |
এখনো আমি দাঁড়িয়ে আছি বাসবো বলে ভালো |
No comments:
Post a Comment