Friday, December 30, 2011

পথিকের পথ ও তাদের প্রশ্নরা - Traveller's road and his questions

পথটা বোধ হয় সব সময়-ই ছিল আলাদা..
মেলানোর জন্য ছিল একরাশ চেষ্টা...
কিন্তু নিয়ম ছিল না কোন, ধরা-বাঁধা...
জানা ছিল না যে, কি হবে এর শেষটা...

পথ থাকলে ছিল তার পথিক-ও...
হয়তো  তাদের, এক সুত্রে বাঁধা পড়ে' মন...
পথ ভিন্ন হলে, ভিন্ন তার প্রকৃতি-ও..
এ কথা ওদের বোঝায় কোন জন!

চলতে চলতে হোঁচট এল হঠাৎ...
অজানা পথে হাঁটতে গেলে যা হয়...
পথিকের এমনই এক বরাত্...
বুদ্ধি তার গেল কোথা মিলায়ে...

কিসের লাগি কি জানি কি করে,
জানে না সে যাবে এবার কোথা...
দিক হারিয়ে ভ্রান্ত পথ ধরে...
বোঝে না সে সমাধান নেই সেথা...

সময় এসে করল যত্ন-আত্তি...
তাতে বুঝি হুঁশ ফিরলো তার...
নত হল মেনে নিতে শাস্তি...
এ ভুল করবে নাকো আর...

ভয় তার পিছু ছাড়ে না যে...
মনে পড়ে জীর্ণ স্মৃতিকথা...
শঙ্কা এসে দাঁড়ায় মনের মাঝে...
বিশ্বাসের ক্ষুদ্র ঝরাপাতা...

অবশেষে দুটি পথ এসে...
দেখা দেয় একটুকু বাঁকে...
বরফিলি শান্ত মায়া-বেশে...
মরমী এক নির্মলতা থাকে...

দুটি পথ আবার দেয় পাড়ি...
সাথে নিয়ে মনের কোণে আশা...
ভিন্নতা যায় নাকো ছাড়ি...
এবারও কি মিলবে না সে দিশা !

ক্লান্ত পথিক বুঝিয়ে দিতে গেলেও...
নব্য পথিক বুঝতে নাহি চায়...
পথ সবে শুরুর কাছে হলেও...
পথের অঙ্ক মেলানো কি যায়...

পথ যে চিরকালই অন্য....
এইভাবে মিলতে পারে তারা?
পথিকেরাও হয়ে আছে ভিন্ন...
চেষ্টাতেই তবে জীবন সারা?!!

No comments:

Post a Comment