Friday, October 21, 2011

সূর্যের স্নিগ্ধ শীতল গোপন রশ্মি - The graceful cold ray of the Sun

দিগন্ত-টা তখন ছোট ছিল,
ইচ্ছেগুলো আরো ছোট |
চাহিদাগুলো কম ছিল,
পঙ্কিলতা আরো কম |

স্বপ্নগুলো তখন-ও মায়াবী ছিল,
বাস্তবের আকাশ-টাও এতটা মেঘলা ছিল না |
Street Light-এর আলো তখন-ও হলুদ ছিল,
ভোরের কুয়াশা-কে তখন-ও মাফলার-এ আপন করে নিতাম |

বয়স বাড়ল একটু,
অভিজ্ঞতা বাড়ল একটু বেশি,
সেটার পিছনে যদিও এই বয়সটার-ই দোষ,
দোষের থেকে বলা ভালো দান |

মানুষ চিনতে শিখলাম,
পরিস্থিতির স্বীকার হতে শিখলাম,
সেখান থেকে উদ্ধার হতে শিখলাম |
কিন্তু বুঝতে পারিনি,
এই শেখার মাঝেই পাল্টে যাচ্ছে কত কিছু |

দিগন্ত-টা কখন বুঝি ছোট্ট মাঠ থেকে সাগরে চলে গেছে,
ইচ্ছেগুলো দূর-থেকে-দেখা পেরিয়ে পাশে-বসায় পৌঁছেছে,
চাহিদাগুলো ২ মিনিট-এর call থেকে ১ দিনের outing-এ গড়িয়েছে,
আর গঙ্গা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগরের দুরত্ব অতিক্রম করেছে |

কিন্তু স্বপ্নগুলো এখনো মায়াবী রয়ে গেল,
বাস্তবের আকাশেও শুধুই পেঁজা মেঘে নীলের ছোঁয়া,
রাস্তায় এখনো tubelight-এর আলো এলো না,
ভোরের কুয়াশা-য় মাফলারের সঙ্গ ছাড়া গেল না |

এসবের মাঝেও আরো কিছু অনুভুতি বদলায়নি |
তুমি আগেও আমার মতো করে গোপন ছিলে, এখনো সেভাবেই গোপন আছ |
তুমি আগেও শীতের ঝরা পাতা ছিলে, এখনো তাই আছ |
তুমি আগেও সূর্যের স্নিগ্ধ রশ্মি ছিলে, এখনো সেরকম-ই আছ |

No comments:

Post a Comment