দ্বন্দ্ব আমার নিজের কাছে বাড়তি হয়ে যায়,
চলতি রেখার কোন্ প্রান্তে - খুঁজতে শুধু চায়।
কখনও সে খুব দুরূহ, লোকের চোখে উঁচু,
কখনও বা সবের মাঝে, স্পষ্ট সব কিছু।
দু-একটা দিন চলে যায়, মেঘের নিচে চাপা,
"যেমন করে গাইছে আকাশ", রিড ধ'রে সা-পা।
রবি ঠাকুর বুর্জোয়া নয়, গান কিছু হয় মিথ্যে,
বাস্তব আর কল্পনারা - ঘুরপাক খায় বৃত্তে।
বাদলবাবুর ইন্দ্রজিৎ - আমিই কেন হলাম !
স্যার বলতেন, সুখ হবে না, আমার পায়ের গোলাম।
ইউটোপিয়ার স্বপ্ন দেখা - সবার দ্বারা হয় না,
কিছু মানুষের বুদ্ধি কিন্তু সময় দিয়ে কেনা।
কিছু লেখা হাততালি পায়, বুড়ো আঙুল ছাড়,
মুখোশ-মোড়া ছবির নিচে, সেই আঙুলের ভার।
বাতিল টাকা পুড়তে পারে, বণিক রাজা হয়,
সাদা-কালো মুছে-দেওয়া মন, প্রেমের জন্য নয়।
চলতি রেখার কোন্ প্রান্তে - খুঁজতে শুধু চায়।
কখনও সে খুব দুরূহ, লোকের চোখে উঁচু,
কখনও বা সবের মাঝে, স্পষ্ট সব কিছু।
দু-একটা দিন চলে যায়, মেঘের নিচে চাপা,
"যেমন করে গাইছে আকাশ", রিড ধ'রে সা-পা।
রবি ঠাকুর বুর্জোয়া নয়, গান কিছু হয় মিথ্যে,
বাস্তব আর কল্পনারা - ঘুরপাক খায় বৃত্তে।
বাদলবাবুর ইন্দ্রজিৎ - আমিই কেন হলাম !
স্যার বলতেন, সুখ হবে না, আমার পায়ের গোলাম।
ইউটোপিয়ার স্বপ্ন দেখা - সবার দ্বারা হয় না,
কিছু মানুষের বুদ্ধি কিন্তু সময় দিয়ে কেনা।
কিছু লেখা হাততালি পায়, বুড়ো আঙুল ছাড়,
মুখোশ-মোড়া ছবির নিচে, সেই আঙুলের ভার।
বাতিল টাকা পুড়তে পারে, বণিক রাজা হয়,
সাদা-কালো মুছে-দেওয়া মন, প্রেমের জন্য নয়।
No comments:
Post a Comment