23rd May'13 8:53 P.M
তোমার সমস্ত মেয়েলি দিকগুলো যত্নে রেখেও
তুমি কখনো ভনিতা করতে না |
তুমি ছিলে একটু আলাদা |
না না দুরে চলে গেছো বলে বলছি, তা নয়;
মনের মধ্যে ছিল সব সময়ই |
কিন্তু মানুষ খুব কাছে থাকলে,
তার ত্রুটিগুলো বেশি করে মনে লাগে |
তোমার স্বাধীনতা চার দেওয়ালে ডানা মেলত,
তোমার পরাধীনতা নীল দিগন্তের নিচে আমার বুকে শোভা পেত;
আলাদা তো তোমাকে বলতেই হয় |
কিন্তু আমি বোধ হয় ভিন্নতারও পরিবর্তন চাই |
তাই তোমাকে রাখতে পারলাম না,
বলতেই হল "ভালো থেকো" |
তোমার সমস্ত মেয়েলি দিকগুলো যত্নে রেখেও
তুমি কখনো ভনিতা করতে না |
তুমি ছিলে একটু আলাদা |
না না দুরে চলে গেছো বলে বলছি, তা নয়;
মনের মধ্যে ছিল সব সময়ই |
কিন্তু মানুষ খুব কাছে থাকলে,
তার ত্রুটিগুলো বেশি করে মনে লাগে |
তোমার স্বাধীনতা চার দেওয়ালে ডানা মেলত,
তোমার পরাধীনতা নীল দিগন্তের নিচে আমার বুকে শোভা পেত;
আলাদা তো তোমাকে বলতেই হয় |
কিন্তু আমি বোধ হয় ভিন্নতারও পরিবর্তন চাই |
তাই তোমাকে রাখতে পারলাম না,
বলতেই হল "ভালো থেকো" |
No comments:
Post a Comment