3rd June'13 11:05 P.M
আর এক ঘন্টা বাদে তোমার প্রাপ্তবয়স্ক-প্রাপ্তি,
রঙ্গিন কত স্বপ্ন ছিল এই সব দিনের |
আমার "কাপুরুষ" খেয়াল খুশিতে আজ তারা সাদা কালো |
বেশি কিছু বলার নেই,
তাতে মিষ্টত্ব হারাবে এই দিনটা |
কিন্তু সেটা হতে পারে না,
কারণ এই দিনটা শুধুই
মৌমাছিদের, রঙ্গিন প্রজাপতিদের,
আর আমার দেখা সেরা সৌন্দর্য্যের |
ভাবছো হয়তো ভুলে গেছি;
সেই ভালো |
আর এক ঘন্টা বাদে তোমার প্রাপ্তবয়স্ক-প্রাপ্তি,
রঙ্গিন কত স্বপ্ন ছিল এই সব দিনের |
আমার "কাপুরুষ" খেয়াল খুশিতে আজ তারা সাদা কালো |
বেশি কিছু বলার নেই,
তাতে মিষ্টত্ব হারাবে এই দিনটা |
কিন্তু সেটা হতে পারে না,
কারণ এই দিনটা শুধুই
মৌমাছিদের, রঙ্গিন প্রজাপতিদের,
আর আমার দেখা সেরা সৌন্দর্য্যের |
ভাবছো হয়তো ভুলে গেছি;
সেই ভালো |
No comments:
Post a Comment