Friday, December 30, 2011

পথিকের পথ ও তাদের প্রশ্নরা - Traveller's road and his questions

পথটা বোধ হয় সব সময়-ই ছিল আলাদা..
মেলানোর জন্য ছিল একরাশ চেষ্টা...
কিন্তু নিয়ম ছিল না কোন, ধরা-বাঁধা...
জানা ছিল না যে, কি হবে এর শেষটা...

পথ থাকলে ছিল তার পথিক-ও...
হয়তো  তাদের, এক সুত্রে বাঁধা পড়ে' মন...
পথ ভিন্ন হলে, ভিন্ন তার প্রকৃতি-ও..
এ কথা ওদের বোঝায় কোন জন!

চলতে চলতে হোঁচট এল হঠাৎ...
অজানা পথে হাঁটতে গেলে যা হয়...
পথিকের এমনই এক বরাত্...
বুদ্ধি তার গেল কোথা মিলায়ে...

কিসের লাগি কি জানি কি করে,
জানে না সে যাবে এবার কোথা...
দিক হারিয়ে ভ্রান্ত পথ ধরে...
বোঝে না সে সমাধান নেই সেথা...

সময় এসে করল যত্ন-আত্তি...
তাতে বুঝি হুঁশ ফিরলো তার...
নত হল মেনে নিতে শাস্তি...
এ ভুল করবে নাকো আর...

ভয় তার পিছু ছাড়ে না যে...
মনে পড়ে জীর্ণ স্মৃতিকথা...
শঙ্কা এসে দাঁড়ায় মনের মাঝে...
বিশ্বাসের ক্ষুদ্র ঝরাপাতা...

অবশেষে দুটি পথ এসে...
দেখা দেয় একটুকু বাঁকে...
বরফিলি শান্ত মায়া-বেশে...
মরমী এক নির্মলতা থাকে...

দুটি পথ আবার দেয় পাড়ি...
সাথে নিয়ে মনের কোণে আশা...
ভিন্নতা যায় নাকো ছাড়ি...
এবারও কি মিলবে না সে দিশা !

ক্লান্ত পথিক বুঝিয়ে দিতে গেলেও...
নব্য পথিক বুঝতে নাহি চায়...
পথ সবে শুরুর কাছে হলেও...
পথের অঙ্ক মেলানো কি যায়...

পথ যে চিরকালই অন্য....
এইভাবে মিলতে পারে তারা?
পথিকেরাও হয়ে আছে ভিন্ন...
চেষ্টাতেই তবে জীবন সারা?!!

Monday, December 26, 2011

আকালের সন্ধানে–Aakler Sondhane–Mrinal Sen - Movie Review

 
মৃনাল সেন সম্পর্কে আমার একটা perception তৈরী হয়ে গেছে, প্রথমে সেটা একটু বলে নি | আসলে সত্যজিত রায়-এর সিনেমা-র natural acting-এর বিশাল বড় ভক্ত হওয়ার কারণে মৃনাল সেন-এর ছবিগুলিতে কোনো কোনো জায়গা একটু আরোপিত মনে হয় | এটা সম্পুর্ন আমার নিজের মতামত | যদিও এই নিয়ে মাত্র ৩টে ছবি-ই দেখলাম ওনার |
ভারতবর্ষে বিভিন্ন সময়ে আসা আকাল অর্থাৎ দুর্ভিক্ষ-র চিত্র তুলে ধরার জন্য একদল সিনেমা বানাচ্ছে | সেই কারণে তারা বাংলার কোন এক গ্রামে উপস্থিত, সেই আকালের ছবি বানাবে বলে | অর্থাৎ সিনেমার মধ্যে সিনেমা |দৃশ্যতই বেশ কঠিন একটি কাজ | মৃনাল বাবু দক্ষ হাতে সামলেছেন |
ছবি যত এগিয়েছে, আমার perception বদলে natural acting-এ মুগ্ধ হয়েছি | ধৃতিমান চ্যাটার্জী, স্মিতা পাটিল, দীপঙ্কর দে তিনজনকেই খুব ভালো লেগেছে | সাথে অন্য যারা অভিনয় করেছেন তাদের সকলেই খুব খুব ভালো | এর কৃতিত্ব অবশ্যই পরিচালকের-ও |