Edmonton, 3-Jul-2015 6:24 PM
বিদ্রোহ করতে পারি, সমগ্র মহাকাশের বিরুদ্ধে,
যদি মিলে যায় equation ।
কিন্তু উত্তর জেনে গেছি, তাই বুঝি :
এই সমাধান আমার জন্য নয় ।
আমি বুঝি, আমার মস্তিষ্ক বোঝে,
এই বয়সে আমার হৃদয়-ও বোঝে,
কিন্তু বোঝে না একজনই ।
যাকে ছোটবেলা থেকে অজান্তেই পালন করেছি,
মন, হৃদয়, মস্তিষ্ক - কেউ প্রভাব ফেলেনি যার ওপর,
ওকে বোঝাব কি করে !
যার কাছে, এক সতেজ বাতাস,
মানে তোমার হাসি ।
যার কাছে, এক পশলা বৃষ্টি,
মানে তোমার স্নানের পরে স্নিগ্ধতা ।
ঘুম ভাঙ্গানো পাখির ডাকের অর্থ,
সকালের "তুমি কেমন আছ " !
আবার আধো-অন্ধকার বিকেল মানে,
তোমার উদ্বেগে আমার সাড়া ।
ও বুঝবে না, তাও চেষ্টা করছি ।
কোনদিন কোন স্পৃশ্য আঘাতে হয়ত
আমার অন্য সত্তাগুলোর মতই
বাস্তবে ফিরবে !
বিদ্রোহ করতে পারি, সমগ্র মহাকাশের বিরুদ্ধে,
যদি মিলে যায় equation ।
কিন্তু উত্তর জেনে গেছি, তাই বুঝি :
এই সমাধান আমার জন্য নয় ।
আমি বুঝি, আমার মস্তিষ্ক বোঝে,
এই বয়সে আমার হৃদয়-ও বোঝে,
কিন্তু বোঝে না একজনই ।
যাকে ছোটবেলা থেকে অজান্তেই পালন করেছি,
মন, হৃদয়, মস্তিষ্ক - কেউ প্রভাব ফেলেনি যার ওপর,
ওকে বোঝাব কি করে !
যার কাছে, এক সতেজ বাতাস,
মানে তোমার হাসি ।
যার কাছে, এক পশলা বৃষ্টি,
মানে তোমার স্নানের পরে স্নিগ্ধতা ।
ঘুম ভাঙ্গানো পাখির ডাকের অর্থ,
সকালের "তুমি কেমন আছ " !
আবার আধো-অন্ধকার বিকেল মানে,
তোমার উদ্বেগে আমার সাড়া ।
ও বুঝবে না, তাও চেষ্টা করছি ।
কোনদিন কোন স্পৃশ্য আঘাতে হয়ত
আমার অন্য সত্তাগুলোর মতই
বাস্তবে ফিরবে !