25th June 1:25 A.M
উপলব্ধি করলাম,
পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে |
সময়রা সব ফন্দি আঁটছে আমার বিরুদ্ধে |
আমি নিরুপায়;
উপায় গুলো সময় চুরি করে নিয়েছে;
আর আমি হয়ে গেছি বোকা এক দর্শক |
Stereotype হয়ে গেছি;
এবার তোমার জুতোর তলার কাঁকড় হবো;
সেটারও আঁচ পাচ্ছি |
সুতরাং, আরও একবার ছাড়াছাড়ি তোমার সাথে;
এবার হরফের দুনিয়ায় |
তবু আট নম্বর লাইনে কোথায় যেনো খারাপ লাগলো |
কিন্তু, "তবু" ছেড়ে এগিয়ে তো যেতেই হবে,
আমায় |
উপলব্ধি করলাম,
পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে |
সময়রা সব ফন্দি আঁটছে আমার বিরুদ্ধে |
আমি নিরুপায়;
উপায় গুলো সময় চুরি করে নিয়েছে;
আর আমি হয়ে গেছি বোকা এক দর্শক |
Stereotype হয়ে গেছি;
এবার তোমার জুতোর তলার কাঁকড় হবো;
সেটারও আঁচ পাচ্ছি |
সুতরাং, আরও একবার ছাড়াছাড়ি তোমার সাথে;
এবার হরফের দুনিয়ায় |
তবু আট নম্বর লাইনে কোথায় যেনো খারাপ লাগলো |
কিন্তু, "তবু" ছেড়ে এগিয়ে তো যেতেই হবে,
আমায় |