Saturday, October 13, 2012

Ebar Tobe Asi - এবার তবে আসি

3rd Oct'12 - 2:30 A.M
 
মেঘের দিনে যে ক্ষণে সবুজ ছিল বাতাস,
মরুভুমির চোরাবালিতে রুদ্ধ সে নিঃশ্বাস |

যে আদরে কখনও ছিল সর্বনাশের ছোঁয়া,
কবিতা হয়ে ফুরিয়ে গেছে অশরীরী কায়া |

আলো জুড়ে, তোমার ছটা,
দিনের কোলে, স্মৃতির ছায়া;
মনের ভাঁজে, তোমার গন্ধ ভাসে |

থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |

যে হাতে, ছন্দ সাথে, পেনের কালি পড়ত,
সেই শিরাতে, কোনো পীড়াতে, নীলে নীল ক্ষত |

দিনের আলোয়, নিজের বড় অচেনা ঠেকে,
রাতের নেশায় ফিরে আসে দংশিত বিবেকে |

অন্ধকারে দৃষ্টি রাখা;
তোমার চোখে আকাশ আঁকা;
সেই আকাশই, জলছবি হয়ে থাকে |

থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |

অনেক তো হলো ভালোবাসাবাসি,
ছেড়ে দাও, এবার তবে আসি !

Thursday, October 04, 2012

'ভাল'বাসা

3rd Oct'12 - 1.45 A.M

তুমি বলতে, ভালবাসা, রাতের আশা,
মেঘ-পরীদের ডানা মেলে,
ভিন-জগতে সুপ্ত বাসা |

আমি একটু অন্যরকম, গরম-নরম;
মন কেমনে হারিয়ে গিয়ে,
দিবাস্বপ্নে রাত্রি-যাপন |

সে স্বপনে বাঁধন ছেড়েই বাঁধন খোঁজা;
শব্দ নিয়ে ঘরে ফিরে,
চার দেওয়ালে সুখী বাঁচা |

দু-এক চামচ রোমাঞ্চ, সৃষ্টিসুখ,
মধ্যবিত্ত দুনিয়া ছেড়ে,
অনেকগুলো অচেনা মুখ |

ভেবেছিলাম, সেই ভিড়েই, লুকিয়ে;
তোমার বাসা যত্নে আছে,
স্বপ্নগুলো সাজিয়ে |

বাসা ছিল, যত্ন ছিল, তবু;
স্বপ্নগুলো কোথায় যেন,
অস্বস্তিতে কাবু |

ভিন জগতে নরম মেঘ মেখে,
স্বপ্ন গুলো সুপ্ত বাসায়,
চোখেতে জল আঁকে |

তারপরে ভাসিয়ে দিলাম, নৌকা করে;
কোথায় যায়, হাত বাড়ায়;
রাতের তারায় ভরসা বাড়ে |

আর কান্না আসে না এ বুকে,
শেষ গ্রীষ্মে ছড়িয়ে ছিটিয়ে গেছে,
এদিকে সেদিকে |