21st Sept'12 - 2.30 A.M
একা কোন বসতিতে বিলাসিত ঘরে,
তোমাকে সে নিয়ে যায় টেনে কতদূরে !
একলার আকাশ যেন একলাই থাকে,
ফেলে আসা গন্ধর পিছুটান মাখে |
আশা আর নিরাশা ছেঁড়া পকেটে,
পড়ে গিয়ে, জমা আছে ফ্যাকাশে মলাটে |
দিন যায়, রাত আসে; ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে,
হলদেটে আলোতে বায়ু-জল শুকায়ে ;
তার সাথে মিশে যায় ধুলোদের গান,
স্মৃতিরা ফিরে পায় মৃত এক প্রাণ |
অধরাকে ধরা রাখে মনের কুঠুরি,
সে কথাই বলে যায় ডিজিটাল মেমরি !
তবু এই বিলাসিত দশতলা বাড়ি,
কোনোখানে ছুঁয়ে যায় সবুজের সারি...
একা কোন বসতিতে বিলাসিত ঘরে,
তোমাকে সে নিয়ে যায় টেনে কতদূরে !
একলার আকাশ যেন একলাই থাকে,
ফেলে আসা গন্ধর পিছুটান মাখে |
আশা আর নিরাশা ছেঁড়া পকেটে,
পড়ে গিয়ে, জমা আছে ফ্যাকাশে মলাটে |
দিন যায়, রাত আসে; ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে,
হলদেটে আলোতে বায়ু-জল শুকায়ে ;
তার সাথে মিশে যায় ধুলোদের গান,
স্মৃতিরা ফিরে পায় মৃত এক প্রাণ |
অধরাকে ধরা রাখে মনের কুঠুরি,
সে কথাই বলে যায় ডিজিটাল মেমরি !
তবু এই বিলাসিত দশতলা বাড়ি,
কোনোখানে ছুঁয়ে যায় সবুজের সারি...